তালিম কি? আদব, উদ্দেশ্য, লাভ বিস্তারিত জানুন!
তালিম কি? তালিম অর্থ শিখা, শিখানো। নিজে জানা অন্যকে জানানো। হুজুর পাক سَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ এর জামানায় মসজিদে নববীতে (মদীনার মসজিদ) যে সমস্ত আমল চালু ছিলো ঐ সমস্ত আমল সমূহের মধ্যে তালিম ছিলো অন্যতম।
তালিমে বসার আদবঃ
- অযুর সাথে বসা।
- সুন্নত তরীকায় বসা।
- গায়ে গায়ে লাগিয়ে বসা।
- গোলাকার হয়ে বসা।
- দীলকে খালি করে বসা।
- আত্তাহিয়্যাতুর সূরতে বসা।
- হেদায়েতের মোহতাজ হয়ে বসা।
- আমি কিছুই জানিনা এই নিয়তে বসা।
- সম্ভব হলে দুই রাকাত নামাজ পড়ে দয়া করে বসা।
- খোশবো লাগিয়ে বসতে পারলে উত্তম।
- মোজাহাদার সাথে বসা অর্থাৎ মনের বিরুদ্ধে হলেও বসা। যেমনঃ গরমের সময় ঠান্ডা জায়গায় বসতে মন চায় ঐ সময় কষ্ট হলেও গরমের মধ্যে বসে তালিম শোনা। ঠিক আবার ঠান্ডা সময়ও একই কথা।
তালিম শোনার আদবঃ
- দীলের কানে শুনা অর্থাৎ আল্লাহর ধ্যানে শোনা।
- আজমতের সাথে শোনা অর্থাৎ গুরুত্বের সাথে শোনা।
- নিজে আমল করার নিয়্যতে শোনা।
- আখেরী উম্মত হিসেবে অপর ভাইকে দাওয়াত দেওয়ার নিয়তে শোনা।
- রহমতের কথা শুনলে سُبْحَانَ الله বলা।
- নিয়ামতের কথা শুনলে الْحَمْدُ لِلَّه বলা।
- আজাব গজবের কথা শুনলে نَعُوذُ بِاللَّه, أَسْتَغْفِرُ اللَّه পড়া।
- আমাদের নবীর নাম আসলে سَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ পড়া।
- অন্য নবীর নাম আসলে عَلَيْهِ السَّلَام পড়া।
- মৃত পীর বুজুর্গদের নাম আসলে رَحْمَةُ اللهِ عَلَيْه পড়া।
- জীবীত পীর বুজুর্গদের নাম আসলে دَامَتْ بَرَكَاتُهُمْ পড়া।
- সাহাবা মহিলা হলে رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا এবং পুরুষ হলে رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ পড়া।
তালিমের উদ্দেশ্যঃ
ফাজায়েলে আমলের বর্ণনা শুনার দ্বারা দীলে আমল করার শখ বা আগ্রহ পয়দা করা।
অথবা, ফাজায়েলে আমলের বর্ণনা শুনার দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াদার উপর দীলে একীন পয়দা করা।
অথবা, কিতাবী তালিমের বর্ণনা শুনার দ্বারা আল্লাহপাকের ওয়াদা এবং ওয়াইদের উপর দীলে একীন পয়দা করা।
তালিমের লাভঃ
- তালিমের দ্বারা অজ্ঞতা মূর্খতা দূর হয়।
- তালিমের দ্বারা এলেম ও আমলের মধ্যে জোড়মিল পয়দা হয় অর্থাৎ তালিমের দ্বারা এমন ঈমান বাড়ে যে জানা বিষয়ে আমল করা সহজ হয়ে যায়।
- তালিমের দ্বারা নেক আমলের আগ্রহ বাড়ে।
- আসমানী এলেমের নূর অন্তরে পয়দা হয়। আসমানী এলেমের নূর মানে কুরআন হাদীসের নূর।
তালিম কিভাবে করতে হয়?
তিন বিষয়ের উপর তালিম করতে হয়।
- কোরআনী তালিম।
- কিতাবে তালিম।
- ছয়টি গুণের মোজাকারা।
তালিম কিভাবে পড়ে?
সারা বছর ৯ টি কিতাব থেকে তালিম করতে হয়। এর মধ্যে প্রথম ৭ টি খন্ড ফাজায়েলে আমাল নামে একটি কিতাবেই পাওয়া যায়। আমরা একদিন ফাজায়েলে আমাল থেকে পড়বো অন্যদিন ফাজায়েলে সাদাকাত থেকে পড়বো।
১৫ ই শা'বান থেকে ফাজায়েলে রমজান পড়া শুরু করবো। চলবে ঈদের আগের দিন পর্যন্ত। রমজানে সাদাকাত যেদিন পড়বো সেদিনও ফাজায়েলে রমজান থেকে কিছু অংশ পড়বো। এছাড়া এই কিতাব পুরা রমযানে ক্ষতম করা সম্ভব হবে না।
ফাজায়েলে হজ্জ পড়া শুরু করবো হজ্জের মওসুমে। চলবে হজ্জ শেষ হওয়া পর্যন্ত। এই কিতাবও অন্য দুই কিতাবের সাথে প্রতিদিন একটু একটু করে পড়বো।
- ফাজায়েলে তাবলীগ
- ফাজায়েলে কুরআন
- ফাজায়েলে নামাজ
- ফাজায়েলে জিকির
- ফাজায়েলে রমজান
- হেকায়েতে সাহাবা
- পুস্তিকা ওয়াহেদ এলাজ
- ফাজায়েলে সাদাকাত
- ফাজায়েলে হজ্জ্ব
তালিম শেষে দোয়া - তালিম পড়ার দোয়া
তালিম শেষে হাত তুলে দোয়া করার প্রচলন আছে অনেক মসজিদে। এটা ঠিক নয়। তালিম শেষে আমরা মজলিশ ভাংগার দুয়া পড়বো এবং এটাই সুন্নাহ। "সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আংতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক"