আমাদের সম্পর্কে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। www.tabligjamat.com-এ আপনাকে স্বাগতম। এটি কেবল একটি ওয়েবসাইট নয়, বরং ইন্টারনেটের বিশাল জগতে দ্বীনি মেহনত ও তাবলীগের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার এক বিনীত প্রচেষ্টা।

আমরা কারা?

প্রযুক্তির এই যুগে তথ্যের অবাধ প্রবাহের মাঝে সঠিক দ্বীনি তথ্য খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। TabligJamat.com হলো এমন একটি তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম, যা তাবলীগ জামাতের মূল শিক্ষার আলোকে দাওয়াতি কাজকে সহজ, সুন্দর এবং সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা উম্মতের কাছে হকের আওয়াজ এবং দাওয়াতের ফিকির পৌঁছে দেওয়ার একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছি।

আমাদের লক্ষ্য (Mission)

আমাদের পথচলার মূল উদ্দেশ্যগুলো অত্যন্ত সুস্পষ্ট এবং সুদূরপ্রসারী:

  • শান্তির বার্তা প্রচার: ইসলামের শাশ্বত শান্তির বার্তা এবং ইতিবাচক দিকগুলো ডিজিটাল মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া।
  • নির্ভুল আপডেট: বিশ্ব ইজতেমা, বিভিন্ন জোড়, এবং দেশ-বিদেশের তাবলিগি কার্যক্রমের সঠিক ও সর্বশেষ আপডেট সাথীদের জানানো।
  • বিভ্রান্তি নিরসন: তাবলীগ জামাত সম্পর্কে ছড়ানো ভুল ধারণা ও বিভ্রান্তি দূর করে, দলিলভিত্তিক সঠিক তথ্য উপস্থাপন করা।

আমাদের দৃষ্টি (Vision)

আমরা স্বপ্ন দেখি এমন একটি বিশ্বের, যেখানে প্রযুক্তির ব্যবহার হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের ভিশন হলো তাবলীগ জামাতের দাওয়াতি কাজকে বিশ্বব্যাপী আরও সুসংগঠিত করা এবং ইন্টারনেটের মাধ্যম ব্যবহার করে প্রতিটি মুমিনের অন্তরে দ্বীনের ফিকির জাগ্রত করা। আমরা চাই, ইসলামের সহজ ও সরল বার্তাটি যেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে পৌঁছে যায়।

আমাদের কন্টেন্ট ও কার্যক্রম

আমাদের এই ব্লগে আপনি যা যা পাবেন, তা প্রতিটি মুমিনের দৈনন্দিন জীবন ও আখেরাতের পাথেয় হিসেবে কাজ করবে:

  • কুরআন ও হাদিসের আলোকচ্ছটা: বিশুদ্ধ উৎস থেকে কুরআন, হাদিস, ফিকাহ এবং ইসলামী জীবনব্যবস্থা নিয়ে গবেষণালব্ধ নিবন্ধ।
  • বিশ্বজুড়ে দাওয়াতি কাজ: টেকনাফ থেকে তেঁতুলিয়া কিংবা আরব থেকে ইউরোপ বিশ্বের আনাচে-কানাচে চলা তাবলিগি মেহনতের খবর ও কারগুজারি।
  • শান্তি ও সম্প্রীতি: ধর্মীয় সহমর্মিতা, ন্যায়বিচার এবং উম্মতের ঐক্যের ডাক দিয়ে লেখা বিশেষ ব্লগ পোস্ট।
  • নিয়মিত আপডেট: পাঠকদের চাহিদার কথা মাথায় রেখে আমরা নিয়মিত নতুন এবং সময়োপযোগী কন্টেন্ট যোগ করি।

আমাদের টিম

এই প্ল্যাটফর্মের পেছনে যারা কাজ করছেন, তারা কেবল প্রযুক্তিবিদ নন; তারা দ্বীনের একেকজন খাদেম। আমাদের টিমে রয়েছেন অভিজ্ঞ ওলামায়ে কেরাম এবং এমন সব সাথী, যারা দীর্ঘদিন ধরে তাবলীগ জামাতের দাওয়াতি কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত। তাদের অভিজ্ঞতা, মেধা এবং ইখলাসের সমন্বয়েই আমরা আপনাদের জন্য নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে থাকি।

বিশ্বাসযোগ্যতা ও দায়বদ্ধতা

আমরা মানুষ, আর মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে TabligJamat.com-এ আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যেন প্রতিটি তথ্য সঠিক এবং দলিলভিত্তিক হয়। আমাদের প্রকাশিত কোনো তথ্যে যদি অনিচ্ছাকৃত কোনো ভুল আপনার দৃষ্টিগোচর হয়, তবে বিনয়ের সাথে অনুরোধ আমাদের অবহিত করবেন। আমরা তা সংশোধন করে নিতে সর্বদা প্রস্তুত। কারণ, সত্য প্রচার করাই আমাদের একমাত্র ব্রত।

যোগাযোগ ও পরামর্শ

আপনার যেকোনো মতামত, পরামর্শ বা জিজ্ঞাসা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমাদের সাথে যোগাযোগ করতে বা আপনার কোনো লেখা পাঠাতে চাইলে, আমাদের যোগাযোগের নীতিমালা পেজ ভিজিট করুন। আমরা আপনাদের সুপরামর্শকে সাদরে গ্রহণ করি।

বিশেষ দ্রষ্টব্য: আমাদের পেজে প্রকাশিত প্রতিটি লেখা ও ব্লগ পোস্ট তাবলীগ জামাতের মূল উসুল ও আহলে সুন্নতওয়াল জামাতের আকিদার সাথে সামঞ্জস্য রেখে, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রকাশ করা হয়। আমাদের সাথে থাকার জন্য জাজাকাল্লাহু খাইরান।