কাকরাইলের চিঠি আগষ্ট ২০২১

বিসমিহি তা'য়ালা
মোহতারামীন ও মোকাররামীন আহলে শুরা হাযরাত ও জিম্মাদার সাথীগণ,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,

উম্মিদ হয় যে খোদায়ে পাকের ফজল ও করমে খায়ের ও আফিয়াতের সঙ্গে থেকে দ্বীনের মোবারক মেহেনতে মশগুল আছেন।

আলহামদুলিল্লাহ, গত বছরের ন্যায় এবারও ডাক্তার সাহেবগণদের জোড়; আগামী ১৯ শে আগস্ট, ২১ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কাকরাইল মসজিদ এ হবে ইনশাআল্লাহ্। জেলার নতুন-পুরাতন সকল সরকারি-বেসরকারি এম.বি.বি.এস, ডেন্টাল, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদি, ভেটেনারি ডাক্তার সাহেবগণ উক্ত জোড়ে শিরকত করবেন। জোড়ে কারগুজারী ও তারগীবী কথা হবে ।

তাই মেহেরবানি করে জেলার দুইজন জিম্মাদার সাথী নিজ জেলার নতুন পুরাতন ডাক্তার সাহেবগণকে নিয়ে উক্ত সময়ের জন্য কাকরাইলে আসার জন্য চেষ্টা করলে বহুতি ভালো হয়।

সকল সাথীদের প্রতি সালাম ও দোয়ার দরখাস্ত।

আরজ গুজার
হযরত মাওলানা মোহাম্মদ যুবায়ের
আহলে শুরা
তাবলীগ জামাত বাংলাদেশ,
কাকরাইল, রমনা, ঢাকা।

কাকরাইলের চিঠি আগষ্ট ২০২১
কাকরাইলের চিঠি আগষ্ট ২০২১
Next Post Previous Post