কাকরাইলের চিঠি আগষ্ট ২০২১

বিসমিহি তা'য়ালা

মোহতারামীন ও মোকাররামীন আহলে শুরা হাযরাত ও জিম্মাদার সাথীগণ,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,

উম্মিদ হয় যে খোদায়ে পাকের ফজল ও করমে খায়ের ও আফিয়াতের সঙ্গে থেকে দ্বীনের মোবারক মেহেনতে মশগুল আছেন।

আলহামদুলিল্লাহ, গত বছরের ন্যায় এবারও ডাক্তার সাহেবগণদের জোড়; আগামী ১৯ শে আগস্ট, ২১ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কাকরাইল মসজিদ এ হবে ইনশাআল্লাহ্। জেলার নতুন-পুরাতন সকল সরকারি-বেসরকারি এম.বি.বি.এস, ডেন্টাল, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদি, ভেটেনারি ডাক্তার সাহেবগণ উক্ত জোড়ে শিরকত করবেন। জোড়ে কারগুজারী ও তারগীবী কথা হবে।

তাই মেহেরবানি করে জেলার দুইজন জিম্মাদার সাথী নিজ জেলার নতুন পুরাতন ডাক্তার সাহেবগণকে নিয়ে উক্ত সময়ের জন্য কাকরাইলে আসার জন্য চেষ্টা করলে বহুতি ভালো হয়।

সকল সাথীদের প্রতি সালাম ও দোয়ার দরখাস্ত।

কাকরাইলের চিঠি আগষ্ট ২০২১
কাকরাইলের চিঠি আগষ্ট ২০২১

আরজ গুজার
হযরত মাওলানা মোহাম্মদ যুবায়ের
আহলে শুরা
তাবলীগ জামাত বাংলাদেশ,
কাকরাইল, রমনা, ঢাকা।

Next Post Previous Post