কাকরাইলের চিঠি নভেম্বর ২০২১
বিসমিহি তা'য়ালা
মোহতারামীন ও মোকাররামীন আহলে শুরা হাযরাত ও জিম্মাদার সাথীগণ, সকল জেলা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
উম্মিদ হয় যে খোদায়ে পাকের ফজল ও করমে খায়ের ও আফিয়াতের সঙ্গে থেকে দ্বীনের মোবারক মেহেনতে মশগুল আছেন এবং আনেওয়ালা পুরানোদের জোড়ের কামিয়াবীর জন্য সাথীদের নিয়ে জুড়ে মিলে মেহনত করছেন।
নবীওয়ালা এই মহান দাওয়াতের কাজে ছাত্র-নওজোয়ান তবকাকে সম্পৃক্ত করার জন্য আমাদের বড়রা কাজের শুরুর জামানা থেকে চেষ্টা-ফিকির করে এসেছেন। অতএব ছাত্র-নওজোয়ান তবকার উপর মেহেনতকে সামনে নিয়ে কাকরাইলের মাশওয়ারায় তায় হয়েছে যে, আসন্ন এস.এস.সি ও দাখিল সমমানের পরীক্ষা শেষে যাতে সব ছাত্ররা আল্লাহর রাস্তায় কম বেশী ওয়াক্ত নিয়ে বের হয় এবং আল্লাহ্ পাকের হুকুম ও রাসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের পাকিজা তরীকায় জিন্দেগী কাটাতে পারে, এই জন্য প্রতিটি মসজিদে ছাত্রদের তালিকা বানিয়ে গাস্তের এহতেমাম করা এবং যে সমস্ত ছাত্র ভাইয়েরা আল্লাহ্ পাকের রাস্তার বের হচ্ছেন তাদের ওয়াক্ত কিমতি বানানোর জন্য তাদের সাথে অভিভাবক ও পুরানো সাথীদেরও চিল্লার জন্য তৈরি করা একান্ত জরুরী।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নভেম্বর মাসের শেষের দিকে এস.এস.সি ও দাখিল পরীক্ষা শেষ হবে। অন্যান্য বছরের মত এবারও এস.এস.সি ও দাখিল ছাত্র ভাইয়েরা নিজ জেলা মারকাজ থেকে চিল্লা বা কম বেশী সময়ের জন্য বের হবে এবং ছাত্র জামাতের রোখ ও প্রয়োজনীয় কাগজ পত্র কাকরাইল মসজিদ থেকে প্রেরণ করা হবে। জেলার জিম্মাদার সাথীরা এই জামাতগুলোর রওয়ানেগী ও ওয়াপেছীর জন্য মাকুল ইন্তেজাম করলে ভালো হয়।কাকরাইলে জামাতের রোখ ও প্রয়োজনীয় কাগজ পত্রের বিষয়ে ইঞ্জিনিয়ার আব্দুল গফুর সাহেব (০১৫৫০-১৫১২২৯) অথবা ভাই আদনান সাহেব (০১৭০৭-০৫৫০৫৫) এর সাথে যোগাযোগ করলে ভালো হয়।সকল সাথীদের প্রতি সালাম ও দোয়ার দরখাস্ত।