তাবলীগের মুরুব্বিদের হীরার চেয়েও দামী কিছু কথা
- হযরতজী (রহঃ) বলেন, যে ব্যক্তি তিন কাজ করবে তার দ্বারা আল্লাহ্পাক এই কাজ করিয়ে নিবেনঃ
- পাবন্দীর সাথে নিজের হেদায়েতের নিয়্যতে দুই গ্রাস্থ করা।
- যে ব্যক্তিই বয়ান করুক না কেন তা ফিকিরের সাথে শুনা।
- তিন দিনের জামাত অপরিচিত এলাকায় ও দুর্বল মসজিদে যাওয়া।
- যে ব্যক্তি নিম্নোক্ত তিন কাজ করবে আল্লাহতায়ালা তাকে এই কাজ থেকে বের করে দিবেন।
- যে ব্যক্তি মিম্বরে বসে বয়ান করার দ্বারা তৃপ্তি পাবে।
- যার খাওয়াছ লোকের সাথে বেশী মোলাকাত করার ইচ্ছা থাকে।
- কাজের মধ্যে নাই কিন্তু বেশী বেশী মাশোয়ারা করে।
- এই কাজ করনেওয়ালার দুই জিনিস জরুরীঃ
- মেহনত।
- সোহবত।
- হযরত মাওঃ সাদ সাহেব (হাঃ) বলেন : আমলের দ্বারা জরুরত পুরা হবেই, এই একীন হলো আমলী শিরক।
- হযরতজী ইলিয়াস (রহঃ) বলেন, এই মেহনত কি সেটা আমরা জানি না। আর আমি যে এই মেহনতের মধ্যে নাই এটাও আমার জানা নাই। কামালিয়াত হলো এই কাজের সাথে আমি কতটুকু আছি।
- এই কাম যে নিজের জন্য করবে না সে কেটে যাবে ।
- তিন জিনিসের হেফাজত তিন জিনিসর দ্বারা : কালিমা, নামায ও এলেম হেফাজত হবে আখলাক, এখলাস ও আল্লাহতায়ালার রাস্তায় জান মাল খরচের দ্বারা।
- হযরত মাওঃ সাদ সাহেব হাঃ বলেনঃ ওলামায়ে কেরাম ফরমান, নামাযের ফরযের মধ্যে শরীর পাক একটি ফরজ। শরীর পাক বলতে বাহ্যিক শরীর ও শরীরের ভিতর যে রক্ত চলাচল করে দুটোই পাক করতে হবে। শরীরের রক্ত পাক হবে হালাল রুজী ভক্ষনের দ্বারা।
- হযরত মাওঃ সাদ সাহেব হাঃ বলেন : দাওয়াত তালিম এস্তেকবাল এটাই একমাত্র মেহনত যার দ্বারা মসজিদে কাম জমবে। (গলদ কথা)
- ডাঃ সাহাব উদ্দিন সাব বলেন, তাকাজা পুরা হয় আল্লাহপাকের মদদ দ্বারা, আল্লাহপাকের মদদ আসে ইস্তেমাঈতের দ্বারা, আর ইস্তেমাঈত হলো দিলের জোড়।
- হযরত মাওঃ সাদ সাব (হাঃ) বলেন, যে মসজিদে মাশোয়ারা ঢিলে ঢালা সে মসজিদে সব কাজ ঢিলে ঢালা।
- যে মাশোয়ারায় কেউ জিম্মাদার বা ফয়সাল হওয়ার জন্য বসে ঐ মাশোয়ারায় আল্লাহপাকের সাহায্যের পরিবর্তে আযাব আসে।
- মাশোয়ারা কোন মাসআ'লা সমাধানের জন্য নয়, মাশোয়ারা হলো দিলের মিল পয়দা করার জন্য।
![]() |
তাবলীগের মুরুব্বিদের হীরার চেয়েও দামী কিছু কথা |