চল্লিশ হাদীস

আমার যে উম্মত দ্বীন সম্বন্ধে চল্লিশটি হাদীস হিফজ করবে কিয়ামতের দিন আমি তার স্বাক্ষী ও সুপারিশকারী হবো। (কানজুল আমাল)

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

  1. আল্লাহর উপর ঈমান আনবে তার জাত ও সিফাতের উপর বিশ্বাস করবে।
  2. পরকালের উপর বিশ্বাস করবে।
  3. ফেরেশতাদের উপর বিশ্বাস করবে।
  4. আসমানী কিতাব সমূহের উপর বিশ্বাস করবে।
  5. সমস্ত নবীদের উপর বিশ্বাস করবে।
  6. মৃত্যুর পর আবার জিন্দা হওয়ার উপর বিশ্বাস করবে।
  7. ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয় এই তক্বদীরের উপর বিশ্বাস করবে।
  8. স্বাক্ষী দিবে এই বলে যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল।
  9. চল্লিশ হাদীস
    চল্লিশ হাদীস
  10. বেহেস্তের মূল্য লা ইলাহা ইল্লাল্লাহ।
  11. নামাজ বেহেশতের চাবি।
  12. আল্লাহ জাল্লা শানুহু আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।
  13. নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো।
  14. নামাজ দ্বীন ইসলামের খুটি।
  15. নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়।
  16. নামাজ মোমেনের নূর স্বরূপ। নামাজ শ্রেষ্ঠ জিহাদ।
  17. দেহের জন্য মাথা যেমন দ্বীনের জন্য নামাজ তেমন।
  18. ওয়াক্ত মতো নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ আমল।
  19. প্রত্যেক নামাজ পূর্ণভাবে অযু করে সময়মতো পড়বে।
  20. দিবা-রাত্রির মধ্য বারো রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করবে।
  21. বিতির নামাজ কখনো ছাড়বে না।
  22. যেকোন অবস্থায় কুরান তেলওয়াত ছাড়বে না।
  23. প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনী এলম অর্জন করা ফরজ।
  24. তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কুরআন মাজীদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়।
  25. কুরআন শরীফ তিলওয়াত সর্বোত্তম ইবাদত।
  26. ইলমে দ্বীন চর্চার একটি মজলিশ ষাট বছর নফল ইবাদতের চেয়ে উত্তম।
  27. জাকাত আদায় করবে।
  28. রমজান মাসে রোজা রাখবে।
  29. যদি সম্পদ থাকে তবে হজ্জ করবে।
  30. আল্লাহর সাথে কাউকেও শরীক করবে না।
  31. মাতাপিতার সাথে নাফরমানী করবে না।
  32. শরাব/মদ পান করবে না।
  33. জিনা করবে না, মিথ্যা স্বাক্ষী দিবে না।
  34. আপন মুসলমান ভাইয়ের গীবত করবে না।
  35. আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে।
  36. বালা মুছিবতে ছবর করবে।
  37. লজ্জা ও পবিত্রতা ঈমানের অংগ।
  38. প্রভাতের শোয়া স্বচ্ছলতাকে দূরীভূত করে।
  39. সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের স্বাক্ষী, এবং সুদের লেখক এই চার শ্রেণীর লোকের উপর আল্লাহর লানত, ফেরেশতা ও নবীদের পক্ষ থেকে লানত।
  40. প্রতারনাকারী আমার উম্মত নয়।
  41. হারাম ভক্ষণকারীর দেহ বেহেস্তে প্রবেশ করবে না।

নোটঃ বুখারী, মুসলিম, তিরমিজী, সুনানে আবু দাউদ, বায়হাকী ইত্যাদি হাদীস গ্রন্থ থেকে সংগৃহীত।

Next Post Previous Post