মাস্তুরাতসহ জামাতে গিয়ে মাস্তুরাতের সাথে মোলাকাতের তরতীব
- মোলাকাত করাটাও একটা আমল। দিনে একবার মোলাকাত হতে পারে।
- এস্তেমায়ী আমলের সময় মোলাকাত না করা।
- মোলাকাতের উত্তম সময় হলো মাগরিবের আগ মূহুর্ত।
- বিনা প্রয়োজনে রাতে মোলাকাত না করা।
- মোলাকাতের সময় দুইজন করে যাওয়া। প্রথমে একজন সাক্ষাৎ করে আসার সময় দ্বিতীয় জনের আহলিয়াকে আসতে বলবে।
- নাম ধরে না ডাকা। প্রথমে সালাম দিয়ে তারপর আহলিয়া অমুক বা বিনতে অমুক বা উম্মে অমুক বলা।
- মোলাকাতের সময় ঘরের দরজা জানালা বন্ধ রাখা। হয়তো কোন মাস্তুরাত বাথরুম থেকে বের হয়ে অমুক আপা বা খালাম্মাকে খুজতে গিয়ে পর পুরুষের সামনে চলে আসতে পারে।
- মোলাকাতের সময় অন্যের বিবির হালৎ জিজ্ঞাসা না করা এতে গীবত চলে আসতে পারে।
- নিজের মাস্তুরাতকে তিন জিজ্ঞাসা করাঃ
- ঈমান আমলের উন্নতি হচ্ছে কিনা?
- পর্চায় জিম্মাদারী দেওয়া আমলটা করতে পারছে কিনা? পারলে শোকরিয়া আর না পারলে ধমক না দেওয়া।
- কোন জরুরত আছে কিনা ?"এখানে সাবধানতা হলো যে তিন নাম্বার প্রশ্নটা যদি আগে করা হয় তাহলে প্রথম দুই প্রশ্ন করার আর কোন সুযোগ থাকবেনা।"
![]() |
মাস্তুরাতসহ জামাতে গিয়ে মাস্তুরাতের সাথে মোলাকাতের তরতীব |