টংগী বিশ্ব ইজতেমার তাকাজা সমূহের বাস্তবায়নের তরতীব ২০২৬

১। আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমার ১ম পর্ব- ২, ৩, ৪ জানুয়ারি ও ২য় পর্ব- ৯, ১০, ১১ জানুয়ারি। উক্ত ইজতেমার ব্যাপারে এখন থেকেই সব তবকার মুসলমানদের মধ্যে আওয়াজ লাগানো ও জামাত বানিয়ে হাড়ি পাতিল সহ ময়দানে ১লা জানুয়ারি-২০২৬ বৃহস্পতিবার ময়াদানে পৌঁছবেন।

২। অদ্য ৫/১২/২০২৫ ইং তারিখে যে সমস্ত সাথীরা জোড়ে হাজির হয়েছেন তারা থানা ওয়ারী/ শবগুজারী পয়েন্ট ওয়ারী বসে যে কয়টা জায়গায় মোজকারা হবে ঐ কয়টা মজবুত জামাত বানাবেন এবং জেলা মার্কাজে জমা দিবেন। ঐ সমস্ত জামাতে জেলার সাথীরা সংযুক্ত হয়ে মোজাকারা করবেন।

৩। থানা/পয়েন্ট ওয়ারী খুরুজের যতগুলি জামাতের আযায়েম দিয়েছেন তা অজুতে আনার জন্য কামকরনে ওয়ালা সাথীদের সালানা, মাহানা, রোজানা, সংযুক্ত ফরম অনুযায়ী খুরুজের তরতীব বানায়ে এক কপি জমা দিবেন এবং এক কপি এলাকায় নিয়ে যাবেন। এটা আরো মজবুত করার জন্য ইউনিয়নের, হালকা ও মহল্লা ওয়ার তরতীব বানাবেন ।

৪। জেলা/থানা/ইউনিয়ন/হালকার প্রতিটি মসজিদে হযরতজী এনামুল হাসান (রঃ) বাতানো তরতীবে পাঁচ কাম জিন্দা করার জন্য হালাকার প্রতিটি মসজিদে মাসিক লম্বা মাশওয়ারায় একত্র করে তরতীব ঢালা অর্থাৎ রোজানা মাশওয়ারায় আড়াই থেকে আট ঘণ্টা লাগানোর সাথী বাড়াবেন, দুই/তিন জনের ছোট ছোট জামাত বানিয়ে মহল্লার ঘর-ঘর, গলি-গলি মেহনত করা। দৈনিক মসজিদে ও ঘরে তালিম করা, সপ্তাহিক, মহল্লা ও বাহির মহল্লায় গাস্ত করা এবং ২/৩ জন পুরান ও ৮/১০ জন নুতন সাথীদের নিয়ে মাসিক ৩ দিনের সময় লাগানো বহুত জরুরী।

টংগী বিশ্ব ইজতেমার তাকাজা সমূহের বাস্তবায়নের তরতীব ২০২৬
টংগী বিশ্ব ইজতেমার তাকাজা সমূহের বাস্তবায়নের তরতীব ২০২৬
৫। তাকাজায় উল্লেখিত সকল তবকার উপর মেহনত করে পুরা উম্মতের মধ্যে দোবারা পাকিজা আমল দাওয়াত, তালিম, জিকির ও এবাদত জিন্দা করা।

৬। তাকাজায় উল্লেখিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জেলা ও থানা ওয়ারী ছাত্র নওজুয়াদের দেখভালের অস্থায়ী জামাত বানিয়ে ছাত্রদের মধ্যে কাজকে বাড়ানো ও নওজোয়ানদের মারকাজের কাজে জোড়ানো। মারকাজে মাঝে মধ্যে হায়াতুস সাহাবার পর ছাত্র নওজুয়ানদের ব্যাপারে চিন্তা ফিকির ও মোজাকারা করলে ভালো হয় ।

৭। তাকাজায় উল্লেখিত বিষয়গুলি অজুতে আনার জন্য সকল সাথী ফিকির করলে ভালো হয়। বিশেষ করে মস্তুরাতের জেলা/থানা ওয়ার অস্থায়ী জামাত বানিয়ে মেহনতের তরতীব করা।

৮। বধির ভাইদের তালাশ করে জায়গা শনাক্ত করা এবং গাস্ত করে মারকাজে জোড়া ও তরজমান বাড়ানোর ফিকির করা।

তাকাজাগুলি বড়দের বাতানো তরতীবে পুরা করার জন্য মেহনত করলে ভালো হয়।
Next Post Previous Post