মাস্তুরাতের সাপ্তাহিক তালিম চালু করার ব্যাপারে নির্দেশনা অক্টোবর ২০২০

বিসমিহি তায়ালা

তারিখঃ ২৩/১০/২০২০ইং

মাস্তুরাতের সাপ্তাহিক তালিম চালু করা ও ৩ দিনের জামাত বের করার ব্যাপারে নিম্নলিখিত বিষয় গুলোর প্রতি লক্ষ্য রাখাঃ

সাপ্তাহিক তালিম:

  1. মাস্তুরাত সাপ্তাহিক তালিমে স্বাস্থ্য বিধি মেনে চলা।
  2. দল বেধে আসা-যাওয়া না করা বরং মাহরাম সহ আসা মুনাসিব।
  3. বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বৃদ্ধা মহিলারা তালিমে না আসা।
  4. স্বাস্থ্য নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখা ও ফাঁকা ফাঁকা হয়ে বসা।
  5. যে ঘরে তালিম সে ঘরে কেউ অসুস্থ থাকলে সুস্থ না হওয়া পর্যন্ত তালিম বন্ধ রাখা ।
  6. মসজিদ ওয়ার জামাত সাপ্তাহিক তালিমের পয়েন্টের আমল সমূহের নিগরানী করবেন।
  7. কোন তালিমের ঘর বহুতল বিশিষ্ট আবাসিক ভবনে থাকলে সেখানে কোন আপত্তি হলে জোর পূর্বক শুরু না করা।
  8. বড়দের পক্ষ থেকে মুজাকারার পর মসজিওয়ার জামাত মহল্লার সার্বিক অবস্থা চিন্তা ভাবনা করে তালিম চালু করা।
  9. তালিমের শুরুর দিন এই বিষয়গুলি পুরুষের পক্ষ থেকে মুজাকারা হওয়া ।
  10. জ্বর, হাঁচি-কাশি ইত্যাদি রোগের লক্ষন থাকলে তালিমে না আসা।
  11. কোনরূপ প্রতিবন্ধকতা থাকলে, সে বিষয়ে হালকা / শবগুজারী পয়েন্টের জিম্মাদার সাথীদের সাথে পরামর্শ করা। প্রয়োজনে কাকরাইলের দিকে রুজু করা।
মাস্তুরাতের সাপ্তাহিক তালিম চালু করার ব্যাপারে নির্দেশনা অক্টোবর ২০২০
মাস্তুরাতের সাপ্তাহিক তালিম চালু করার ব্যাপারে নির্দেশনা, অক্টোবর ২০২০

৩ দিনের জামাত:

  • ৩ দিনের জামাত স্বাস্থ্য বিধি মেনে বের করা।
  • ৩ দিনের জামাতের রোখ যে মসজিদে হবে, সেখানকার সাথীদের সাথে যোগাযোগ করে মুতমাইন হলে যাবেন।
  • ৩ দিনের জামাতের সাথী ৫ জোড়ার বেশি না হওয়া ।
  • ৩ দিনের জামাত যে ঘরে/ বাসায় অবস্থান করবে, সে সমস্ত ঘর/ বাসার জন্য তালিমের উল্লিখিত শর্ত মেনে চলা।
Next Post Previous Post