কাকরাইলের চিঠি অক্টোবর ২০২০

বিইসমিহী তায়ালা

তারিখ: ১৬/১০/২০২০

মোহতারামীন ওয়া মোকাররামীন আহলে শুরা হাযরাত ও জিম্মাদার সাথীগন,

আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ ।

উম্মিদ হয়, খোদায়ে পাকের ফজল ও করমে খায়ের ও আফিয়াতের সঙ্গে থেকে দ্বীনের মোবারক মেহনতে মশগুল আছেন । খাস করে গত ৩ (তিন) মাসিক মাশোওয়ারাতে তায় কৃত প্রতিটি জিলায় নগদ ৩ চিল্লা / ১ চিল্লা জামাত বের করার জন্য জানতোর মেহনত করছেন। আল্লাহ্পাকের অশেষ মেহেরবানী ইতিমধ্যে বিভিন্ন জিলা থেকে ১৪০০ অধিক জামাত চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছেন।

বিভিন্ন জিলার সাথীদের তাকাজাকে সামনে নিয়ে অদ্য ১৬/১০/২০২০ ইং কাকরাইলের মাশোওয়ারাতে এটা তায় হয়েছে যে, আপনাদের জিলার সকল থানা, ইউনিয়ন বা গ্রামে যত মাস্তুরাতের সাপ্তাহিক তালিম এর পয়েন্ট ছিল তা আবার পনুরায় চালু করা এবং মাস্তুরাতের ৩ দিনের জামাত ও বের করা, তবে জিলা শহর থেকে মাস্তুরাতের সাপ্তাহিক তালিম চালু না করা ও ৩ দিনের জামাত আপাতত বের না করা। এই ব্যাপারে নিম্নে বর্ণিত বিষয়গুলির দিকে খেয়াল করা বহুতি জরুরি:-

কাকরাইলের চিঠি অক্টোবর ২০২০
কাকরাইলের চিঠি অক্টোবর ২০২০
১। স্বাস্থ্যবিধি মেনে চলা ।

২। সর্দি কাশি জ্বর ইত্যাদি উপসর্গ সম্পন্ন মা-বোনরা তালিমে না আসা ও জামাতে না বের হওয়া ।

৩। ফাঁকা ফাঁকা হয়ে বসা, প্রয়োজনে একাধিক হালকা করা।

৪ । কিতাবি তালিম ফাজায়েলে আমল ও ফাজায়েল সাদাকাত থেকেই করা।

৫। যে বাসায় মাস্তুরাতের জামাত অবস্থান করেন তা পূর্ব থেকে অনুমতি ও সংশ্লিষ্ট মসজিদের কর্তৃপক্ষ ও সাথীদের

সাথে যোগাযোগ করে জামাত পাঠানো।

জিলার মাশোওয়ারাতে সাথীদের নিয়ে উল্লেখিত আমলগুলো অনতিবিলম্বে শুরু করা এবং বিস্তারিত কারগুজারী কাকরাইলে জানালে বহুতি ভালো হয় ।

সকল সাথীদের প্রতি সালাম ও দোয়ার দরখাস্ত রইল।

ওয়াস্ সালাম
আহলে শুরা, পক্ষে
কাকরাইল মসজিদ
Next Post Previous Post