কাকরাইলের চিঠি ফেব্রুয়ারি ২০১৯
কাকরাইল মসজিদ
তারিখ: ২১/০২/২০১৯
বিইসমিহি তায়ালা
মোহতারামীন ও মোকারামীন আহলে শুরা হাবরাত ও জিম্মাদারী সাথীগণ সকল জিলা।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
উম্মিদ হয় আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে আফিয়াতের সঙ্গে আছেন।
আপনাদের খেদমতে টংগী ইজতিমার ব্যাপারে আরজ এই যে সরকারের প্রস্তাবনা অনুসারে উভয় পক্ষের একসাথে ০৩ দিনের ইজতেমা করার চাইতে উভয় পক্ষের আলাদা আলাদা ইজতেমা করা উত্তম মনে করায় কাকরাইলের আহলে শুরা হাযরতগণ ও শীর্ষস্থানীয় ওলামায়েকেরাম হাযরতগণ একমত হয়েছেন যে, আগামী ১৪, ১৫ ও ১৬ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার আমাদের ইজতেমা সম্পূর্ণ আলাদা অনুষ্ঠিত হবে।
ইজতেমার কামিয়াবির জন্য প্রত্যেক জেলা, থানা ও ইউনিয়নে মেহনত করে বেশি থেকে বেশি নগদ জামাত উসুল করে টংগীর ময়দানে উপস্থিত হলে ভালো হয়। খিত্তার জিম্মাদারগণের নাম ও মাঠের ম্যাপ অতিস্বত্ত্বর প্রত্যেক জিলায় পাঠানো হবে।
আল্লাহপাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন