কাকরাইলের চিঠি জানুয়ারি ২০১৯

বিসমিহি তায়ালা
তারিখ: ১৯/০১/২০১৯

মোহতারামীন ও মোকারামীন,
আহলে শুরা হাযরাত ও জিম্মাদার সাথীগণ, আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। উম্মিদ হয় যে, আল্লাহ্ রাব্বুল আলামিনের ফজল ও করমে আফিয়াতের সাথে দ্বীনের মোবারক মেহনতে মশগুল আছেন। আল্লাহপাক ভরপুর কবুল ফরমান। আমীন।

আলহামদুল্লিাহ, কাকরাইলের হযরতগন তায় করেছেন যে, প্রতিবছরের ন্যায় এবারও এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থী ভাইদের খুরুজ নিজ জেলা থেকেই হবে ইনশাআল্লাহ। জেলার জিম্মাদার সাথীগন এই জামাতগুলোর রওয়ানেগিওয়াপেছীর জন্য মাকুল ইনতেজাম করবেন। জামাতগুলোর রোখ ও প্রয়োজনীয় কাগজপত্র কাকরাইল থেকে দেয়া হবে ইন শা আল্লাহ।

এজন্য এখন থেকেই এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থী ভাইদের তালিকা প্রস্তুত করে তাদের অভিভাবকসহ আল্লাহর রাস্তায় বের করার জন্য জানতর মেহনত শুরু করলে ভাল হয়।

কাকরাইলের চিঠি জানুয়ারি ২০১৯
কাকরাইলের চিঠি জানুয়ারি ২০১৯
ওয়াসসালাম,
মোঃ ফারুক
আহলে শুরা
কাকরাইল মাসজিদ, ঢাকা ।
Next Post Previous Post