কাকরাইলের চিঠি জানুয়ারি ২০১৯

বিসমিহি তায়ালা

তারিখ: ১৯/০১/২০১৯

মোহতারামীন ও মোকারামীন,

আহলে শুরা হাযরাত ও জিম্মাদার সাথীগণ, আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। উম্মিদ হয় যে, আল্লাহ্ রাব্বুল আলামিনের ফজল ও করমে আফিয়াতের সাথে দ্বীনের মোবারক মেহনতে মশগুল আছেন। আল্লাহপাক ভরপুর কবুল ফরমান। আমীন।

আলহামদুল্লিাহ, কাকরাইলের হযরতগন তায় করেছেন যে, প্রতিবছরের ন্যায় এবারও এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থী ভাইদের খুরুজ নিজ জেলা থেকেই হবে ইনশাআল্লাহ। জেলার জিম্মাদার সাথীগন এই জামাতগুলোর রওয়ানেগিওয়াপেছীর জন্য মাকুল ইনতেজাম করবেন। জামাতগুলোর রোখ ও প্রয়োজনীয় কাগজপত্র কাকরাইল থেকে দেয়া হবে ইন শা আল্লাহ।

এজন্য এখন থেকেই এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থী ভাইদের তালিকা প্রস্তুত করে তাদের অভিভাবকসহ আল্লাহর রাস্তায় বের করার জন্য জানতর মেহনত শুরু করলে ভাল হয়।

কাকরাইলের চিঠি জানুয়ারি ২০১৯
কাকরাইলের চিঠি – জানুয়ারি ২০১৯ (উচ্চ রেজোলিউশন ১৯২০×১০৮০)

ওয়াসসালাম,
মোঃ ফারুক
আহলে শুরা
কাকরাইল মাসজিদ, ঢাকা।

Next Post Previous Post