কাকরাইলের চিঠি অক্টোবর ২০১৮
কাকরাইল মসজিদ
১৯/১০/২০১৮ ইং
বিসমিহী তায়ালা
মোহতারামীন ওয়া মোকাররামীন,
আহলে শুরা হাযরাত ও জিম্মাদার সাথীগণ, আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
উম্মিদ হয় যে আল্লাহপাক এর ফযল ও করমে খায়ের ও আফিয়াতের সাথে দ্বীনের মোবারক মেহনতে মশগুল আছেন। আল্লাহপাক ভরপুর কবুল ফরমান। আমীন।
আগামী পুরাতন সাথীদের ৫ দিনের জোড় ৭-১১ ই ডিসেম্বর, ২০১৮ ইং এর কামিয়াবীর জন্য নিশ্চয়ই আপনারা ফিকির ও মেহনত করছেন। আপনাদের এই মেহনতের সাথে শরীক হওয়ার জন্য আহলে কাকরাইল ও ঢাকার জিম্মাদার সাথীদের সফর সংযুক্ত প্রোগ্রাম অনুযায়ী আপনাদের জেলায় হবে ইনশাআল্লাহ্।
এই প্রোগ্রামে সব থানা, ইউনিয়ন ও গ্রামের ১ সাল/৩চিল্লা/১চিল্লা লাগানো ওলামা হাযরতগণ এবং ১ সাল/৩চিল্লা দেয়া সাথিগণ এবং জেলা শহর ও শহরতলীর সব মসজিদের মসজিদ ওয়ার জামাতের সাথীগণ জুড়বেন।
এখন থেকে এমন মেহনত হওয়া দরকার যাতে ৭/১০ দিনের জামাত সামানা সহ তৈরী হয়ে মজমায় আসে। জামাতগুলো সব মোজাকারা শুনে হেদায়াত নিয়ে ঐ মজমা থেকেই যেন নগদ বের হয়ে প্রতি ইউনিয়নে চলে যেতে পারেন। ৭/১০ দিনের জামাতে মোনাছেব জিম্মাদার সাথী থাকা খুবই জরুরী।
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, ৫ দিনের জোড়ের প্রায় ৪০ দিন পর টংগী ইজতিমা (১ম পর্ব: ১৮-২০ই জানুয়ারি, ২য় পর্ব: ২৫-২৭শে জানুয়ারি, ২০১৯) অনুষ্ঠিত হবে। তাই ৫ দিনের জোড় থেকে যতবেশী জামাত ৩ চিল্লা ও ১ চিল্লার বের হবে ততই ইজতিমার পূর্বের মেহনত মজবুত হবে, ইন শা আল্লাহ্।
এজন্য সবল মসজিদ হতে কমপক্ষে ১টি ৩ চিল্লার ও ২টি ১ চিল্লার জামাত এবং পরের দরজার মসজিদ হতে কমপক্ষে ১টি চিল্লার জামাত জিম্মাদার সহ তৈরী করে ময়দানে উসুল করে নিয়ে আসলে বহুতি ভালো হয়।
- সফর তারিখ: সংযুক্ত।
- প্রোগামের সময়: সকাল ৯ টা- এশা পর্যন্ত।
(মাওলানা জোবায়ের)
পক্ষে,
আহলে শুরা, কাকরাইল মসজিদ,
বাংলাদেশ।