২০২৬ সালের বিশ্ব ইজতেমার প্রস্তুতি: তুরাগ তীরে বিশেষ জোড়ের আয়োজন

২০২৬ সালের বিশ্ব ইজতেমাকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণির সাথী ও আলেম-উলামাদের নিয়ে টঙ্গীর তুরাগ তীরে বিশেষ জোড়ের আয়োজন করা হয়েছে। ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে এই গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

📅 সময়সূচি ও কে অংশগ্রহণ করবেঃ

উক্ত জোড়ে আলেমদের পাশাপাশি ছাত্র, শিক্ষক ও পুরাতন সাথীদের জন্যও রয়েছে বড়দের মোজাকারা শুনার ব্যবস্থা।

১৫ আগস্ট (বৃহস্পতিবার):

  • ঢাকা শহর ও আশেপাশের কাম করনেওয়ালা ছাত্রদের জোড় সকাল ৯টা থেকে জুমার পূর্ব পর্যন্ত চলবে ইন শা আল্লাহ।
  • প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কাম করনেওয়ালা শিক্ষকদের জোড় আছর থেকে ঈশা পর্যন্ত চলবে।

১৬-১৭ আগস্ট (শুক্রবার-শনিবার):

শুধুমাত্র যারা অন্তত ৩ চিল্লা ও ১ সাল সম্পন্ন করেছেন সেসমস্ত হযরত উলামায়ে কেরামের জোড় অনুষ্ঠিত হবে শুক্র ও শনিবার। এই খাস জোড়ে আলেমদের জন্য বিশেষ আলোচনা হবে, যেখানে বিশ্ব ইজতেমার প্রস্তুতি, দাওয়াতি কাজের বিস্তার ও উম্মাহর প্রতি আলেমদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

১৮ আগস্ট (সকাল ৯টা) – ১৯ আগস্ট (সকাল পর্যন্ত):

এই দিন পুরানো সাথীদের জোড় অনুষ্ঠিত হবে ময়দানে। প্রতি জেলা থেকে ২০০ জন করে বাছাইকৃত জিম্মাদার সাথীদের আসতে বলা হয়েছে। জেলাওয়ালারা আবার তাদের থানা থেকে নির্দিষ্ট সংখ্যক সাথী নিয়ে উক্ত জোড়ে হাজির হবেন।

সাল ও ৩ চিল্লার আলেমদের জোড়
সাল ও ৩ চিল্লার আলেমদের জোড়

বিশ্ব বরেণ্য আলেমদের অংশগ্রহণঃ

চার দিনব্যাপী এই জোড়ে দেশ ও বিদেশের দাওয়াত ও তাবলীগের শীর্ষ মুরব্বিরা অংশ নেবেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হিন্দুস্তানের বিশিষ্ট তাবলিগি ব্যক্তিত্ব মাওলানা ইবরাহীম দেউলা, আহমেদ লাট সাহেবসহ ভারত ও পাকিস্তানের অন্যান্য শীর্ষস্থানীয় মুরুব্বিগন।

📌 ২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখঃ

প্রথম ধাপ: ২, ৩, ৪ জানুয়ারি ২০২৬

দ্বিতীয় ধাপ: ৯, ১০, ১১ জানুয়ারি ২০২৬

জোড় শেষে বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দাওয়াত ও তাবলিগের কাজকে আরও বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হবে। মুরুব্বিদের তরফ থেকে তাবলিগ জামাতের সকল সাথী ও আলেমদের প্রতি বিশেষ দোয়া ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Previous Post