ত্রি মাসিক জোড়ের চিঠি সেপ্টেম্বর ২০২৫
বিসমিহি তা'য়ালা
১৩/০৯/২০১৫ ইং
মোহতারামীন ও মোকাররামীন আহলে শুরা হাযরাত/ মেহনতের জামাত সমূহের সাথীগণ ও কাম করনেওয়ালা জিম্মাদার সাথীগণ - সকল জেলা।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু,
উম্মিদ হে যে খোদায়েপাকের ফজল ও করমে খায়ের ও আফিয়াতের সঙ্গে থেকে দ্বীনের মোবারক মেহনতে মশগুল আছেন, খাস করে গত ত্রি মাসিক মাশওয়ারাতে তায়কৃত তাকাজা সমূহ পুরা করার জন্য সকল সাথীদের নিয়ে পুরা জেলার মধ্যে জানতোড় মেহনত করেছেন।
অদ্য কাকরাইলের পরামর্শে তায় হয়েছে যে, আগামী ত্রি মাসিক মাশওয়ারা ২৬ ও ২৭ শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে (শুক্র ও শনিবার) কাকরাইল মসজিদে হবে ইন শা আল্লাহ্। অন্যান্য বারের মত আপনাদের জেলা থেকে ৬ জন সাথী ওলামায়েকেরাম সহ মাশওয়ারায় শিরকত করলে ভালো হয়, ইন শা আল্লাহ্ শুক্রবার সকাল ৯:৩০ প্রথম নিশিস্ত শুরু হবে।
ত্রি মাসিক মাশওয়ারার কারগুজারীর বিষয় সমূহ অত্রপত্রের সাথে সংযুক্ত করা হলো যাতে কিনা যিনি কারগুজারী শুনাবেন তিনি জেলার মেহনতের সকল বিষয় বিস্তারিত ও যথাযথ ভাবে পেশ করতে পারেন। তাছাড়াও আপনাদের জেলা থেকে বাহির মূলকের ৫ মাসের জন্য যে জামাত গুলোর আজাইম করা হয়েছিল বা বুনিয়াদ হয়েছে, ঐ সব জামাত গুলো সোয়াদ করার জন্য সাথে করে নিয়ে আসার এহতেমাম করলে বহুতই ভালো হয়।
আল্লাহ্ পাক আমাদের সকলকে এই নবীওয়ালা উচা মেহনতকে এখলাসের সাথে করার তৌফিক দান করেন।
সকল সাথীদের প্রতি সালাম ও দোয়ার দরখাস্ত রইল।