ত্রি মাসিক মাশওয়ারার কারগুজারীর বিষয়সমূহ

২৬-২৭ সেপ্টেম্বর, ২০২৫

  1. গত ১৬ ও ১৭ ই আগস্ট ২০২৫ ইং সারাদেশের সাল ও ৩ চিল্লা দেনেওয়ালা ওলামা হাযরাতদের জোড়ে আপনাদের জেলা থেকে উল্লেখযোগ্য সংখ্যক ওলামায়েকেরাম শিরকত করেছেন ও বিভিন্ন আজাইম করেছেন, এর দ্বারা জেলার কামে কি তাসুরাত পয়দা হয়েছে?
  2. বছরের শুরু থেকে মাদ্রাসার মেহনত কি পরিমান চালু হয়েছে এবং ফারেগীন ওলামা হাযরাতগনকে সালের জন্য তৈরী করার কি মেহনত হচ্ছে। এই পর্যন্ত কতজন তৈরী করে পাঠিয়েছেন?
  3. জেলায় বাহির মূলকের জন্য ৫ মাসের জামাত বিশেষ করে ছোয়াদকৃত জামাত সমূহ আল্লাহ্ পাকের রাস্তায় বের করার জন্য কতটুকু মেহনত হয়েছে?
  4. জেলায় কাম করনে ওয়ালা সাথীদের জিন্দেগীর খুরুজের তরতীব করার ব্যপারে কতটুকু অযুদে এসেছে এবং তরতীব অনুসারে জামাতসহ আল্লাহর রাস্তায় বের করার জন্য কি মেহনত হচ্ছে?
  5. মাসিক লম্বা মাশওয়ারার মাধ্যমে সবল মসজিদকে দুর্বল মসজিদের দায়িত্ব দিয়ে জেলার সকল মসজিদে ৫ কাজ চালু করার জন্য কি মেহনত হয়েছে? তাছাড়া মসজিদওয়ার জামাতের সকল সাথী রোজানা মাশওয়ারার এহতেমাম, ঘর-ঘর মেহনত, মসজিদ ও ঘরের তালিমে পাবন্দি ও নতুন সাথীদের নিয়ে ৩ দিনের জামাত বের করা ইত্যাদির কারগুজারী। কখনও কখনও মসজিদওয়ার জামাতকে ডেকে কারগুজারী শুনা অথবা জিম্মাদার সাথীরা হালকার জোড়ে শিরকত করে কাম বাড়ানোর কি চেষ্টা হয়েছে।
  6. ১৫ই আগস্ট শুক্রবার, ২০২৫ আছর থেকে ঈশা পর্যন্ত কামকরনে ওয়ালা সকল শিক্ষকদের জোড় টঙ্গীতে হয়েছে, ফিরে যেয়ে উনারা কতটুকু মেহনতে শিরকত করছেন, তাছাড়াও ছাত্র-নওজোয়ান ও বিশেষ করে শিক্ষকের মধ্যে কাম বাড়ানোর জন্য কি মেহনত হচ্ছে তার কারগুজারী।
  7. মাস্তুরাতের কাজের কারগুজারী।
  8. ত্রি মাসিক মাশওয়ারার কারগুজারীর বিষয়সমূহ
    ত্রি মাসিক মাশওয়ারার কারগুজারীর বিষয়সমূহ
  9. জেলার সকল মসজিদ থেকে মুস্তাকিল তিন চিল্লার জামাত বের করার জন্য কি মেহনত হয়েছে।
  10. জিলায় প্রতি বছর ৪ মাস লাগায় এইরূপ এক মজমা তৈরীর ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে।
  11. কাকরাইলে নির্দিষ্ট মাসে বিভিন্ন নজমের জন্য এক মাস এবং ৪০-৪০ দিনের ভরতীবে সাথী পাঠানোর কারগুজারী।
  12. এইচ এস সি ছাত্রদের খুরুজের কারগুজারী।
  13. গত ত্রি-মাসিক মাশোওয়ারাতে যে সমস্ত তাকাজা পেশ করা হয়েছে অর্থাৎ হজ্জ মেহনতের জামাত বানানো, নিজ জেলায় পায়দল জামাত, বিদেশি ছাত্রদের উপর মেহনত, শহরের বহুতল ভবনগুলিতে কাজ চালু করা, গোরাবা তবকার উপর মেহনত বাড়ানো, বধির ভাইদের উপর মেহনত বাড়ানো ইত্যাদির কারগুজারী।
  14. জেলার সাপ্তাহিক মাশওয়ারা ও শবগুজারীর কারগুজারী।
Next Post Previous Post