টঙ্গীতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সংক্ষিপ্ত পরিসরে শুরু হলো ‘খুরুজের জোড়’

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) থেকে সংক্ষিপ্ত পরিসরে শুরু হয়েছে তাবলিগ জামাতের (শুরায়ী নেজাম) ‘খুরুজের জোড়’। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রশাসনের নির্দেশনায় মূল ইজতেমা স্থগিত থাকলেও, বিদেশিদের উপস্থিতির কথা বিবেচনা করে সীমিত পরিসরে এই আয়োজনের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী রোববার (৪ জানুয়ারি) দোয়ার মাধ্যমে তিন দিনব্যাপী এই জোড় আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

নির্বাচন ও অনুমতির প্রেক্ষাপট

তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো প্রকার বড় সমাবেশ না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছিল। প্রশাসনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তাবলিগ জামাতের মুরুব্বিরা মূল ইজতেমা ও বড় পরিসরের জোড় স্থগিত করেন।

তবে গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সীমিত পরিসরে এই আয়োজনের মৌখিক অনুমতি দেওয়া হয়। মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি বজায় রাখতে এবং ইতিমধ্যে দেশে পৌঁছানো বিদেশি মেহমানদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদেশি মেহমান ও শীর্ষ মুরুব্বিদের উপস্থিতি

আয়োজকরা জানান, বিশ্বের প্রায় ৭০টি দেশ থেকে আগত দুই হাজারের মতো বিদেশি মেহমান বর্তমানে ইজতেমা মাঠে অবস্থান করছেন। তাদের সঙ্গে রয়েছেন ভারতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা আহমদ লাট সাহেবসহ দেশি-বিদেশি জ্যেষ্ঠ মুরুব্বিরা।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, তুরস্ক, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইতালি, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানসহ আরও অনেকে।

স্থান ও কারা অংশগ্রহণ করবেন

নির্বাচনী প্রেক্ষাপটে এবারের জোড় পুরো ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে না। হাবিবুল্লাহ রায়হান জানান, আয়োজনটি শুধুমাত্র ময়দানের ‘বিদেশি খিত্তা’ ও ‘টিনশেড মসজিদ’ এলাকায় সীমাবদ্ধ থাকবে।

এতে অংশগ্রহণের ক্ষেত্রে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে:

  1. শুধুমাত্র ঢাকার আশপাশের শবগুজারির খুরুজে অংশগ্রহণকারী সাথীরা এতে সরাসরি অংশ নিতে পারবেন।
  2. দেশের অন্যান্য জেলার সাথীদের টঙ্গীতে না এসে নিজ নিজ জেলা মারকাজ থেকেই আল্লাহর রাস্তায় বের হওয়ার (চিল্লায় যাওয়ার) নির্দেশনা দেওয়া হয়েছে।
  3. প্রজ্ঞাপন জারির পর নতুন করে বিদেশিদের বাংলাদেশে আসার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাই নতুন কোনো বিদেশি অতিথি এতে যুক্ত হচ্ছেন না।

প্রশাসনের বক্তব্য

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয়টি তারা অবগত হয়েছেন। বিদেশি মেহমান যারা ময়দানে আছেন, তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তবে মূল মাঠে বড় কোনো কার্যক্রম বা সমাবেশ হচ্ছে না।

আগামী রোববার আখেরী মোনাজাত বা দোয়ার মধ্য দিয়ে সংক্ষিপ্ত এই জোড় শেষ হবে এবং এরপর সাথীরা দ্বীনের মেহনতে দেশ-বিদেশে ছড়িয়ে পড়বেন।

Previous Post