টঙ্গী ইজতেমা ময়দানে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী তাবলিগের ‘খুরুজের জোড়’

আগামী ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হতে যাচ্ছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী ‘খুরুজের জোড়’। তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর তত্ত্বাবধানে আয়োজিত এই জোড় চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।

ইতিমধ্যে এই আয়োজনকে ঘিরে ইজতেমা ময়দানে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

অংশগ্রহণ করবেন যারা

তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক ভাই হাবিবুল্লাহ রায়হান জানান, এই জোড়ে মূলত তাবলিগের পুরনো সাথীরা অংশ নেবেন। বিশেষ করে যারা আল্লাহর রাস্তায় এক চিল্লা, তিন চিল্লা এবং বিদেশ সফরের উদ্দেশ্যে বের হওয়ার নিয়ত করেছেন, তারা এই জোড়ে সমবেত হবেন। এছাড়াও, যারা দ্বীনের মেহনতের মাধ্যমে নতুন সাথীদের এই কাজে উদ্বুদ্ধ করে নিয়ে আসবেন, তারাও এতে শরিক হতে পারবেন।

টঙ্গী ইজতেমা ময়দানে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী তাবলিগের ‘খুরুজের জোড়’
টঙ্গী ইজতেমা ময়দানে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী তাবলিগের ‘খুরুজের জোড়’

ইজতেমা পেছানোর প্রেক্ষাপট

উল্লেখ্য, এই সময়ে টঙ্গীতে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আসন্ন জাতীয় নির্বাচনের কারণে সরকারি সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ইজতেমা পেছানো হয়েছে। নির্বাচনের পর সুবিধাজনক সময়ে মূল ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তাবলিগ জামাত কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় নির্ধারিত এই সময়ে সীমিত পরিসরে ‘খুরুজের জোড়’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকরা আশা করছেন, দেশ ও বিদেশের দ্বীনি মেহনতের সাথীদের অংশগ্রহণে এই জোড় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

Previous Post