টঙ্গী জোড় (২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬) থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তাকাজাসমূহ
তারিখ: ১০ জানুয়ারি ২০২৬ ইং
আল্লাহ তায়ালার রাস্তায় দাওয়াত ও তাবলীগের মেহনতকে সামনে রেখে টঙ্গী জোড় (২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬) থেকে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ তাকাজাসমূহ পেশ করা হলো।
১. বিদেশি জামাতের নুসরতের তাকাজা
টঙ্গীর জোড় থেকে যেসব বিদেশি জামাত বিভিন্ন জেলায় যাচ্ছে, তাদের সঙ্গে পালাক্রমে মোনাসেব সাথী (ভাষা জানা, মোজাকারা করতে সক্ষম ও খেদমতের মেজাজসম্পন্ন) রেখে হার লাইনে নুসরতের ইন্তেজাম করা জরুরি।
বিদেশি জামাতের রোখ অবশ্যই খালেস মসজিদে হওয়া আবশ্যক।
২. দেশি জামাতের মেহনত
যেসব ইউনিয়নে কাম তুলনামূলকভাবে কম, সেসব স্থানে দেশি জামাতের রোখ দেওয়া হয়েছে। তাই সেখানে
- কাম শেখানো
- নগদ জামাত বের করা
- প্রতিটি মসজিদে পাঁচ কাম মজবুত করার চেষ্টা করা
অত্যন্ত জরুরি।
৩. গত জোড়ের অপূর্ণ এরাদা পূরণের চেষ্টা
গত জোড় থেকে যেসব ভাই আল্লাহর রাস্তায় বের হওয়ার ইরাদা করেছিলেন কিন্তু ওজরের কারণে বের হতে পারেননি, তাদের কাছে পুনরায় উসুলি গাশত করে আল্লাহর রাস্তায় বের করার চেষ্টা করতে হবে।
ইন শা আল্লাহ, এর দ্বারা জেলার আজাইম ও খুরুজের ব্যবধান কমে আসবে।
৪. খুরুজে থাকা ভাইদের পরিবারে নুসরত
আপনাদের জেলা/থানা/ইউনিয়ন থেকে যেসব ভাই আল্লাহর রাস্তায় বের হয়েছেন, তাদের বাড়িঘরের নুসরতের জন্য মাশওয়ারা করে মা, বোন ও বিবিসহ গিয়ে খেদমত করা এবং প্রয়োজনে খুরুজের জায়গায় গিয়ে নুসরত করার চেষ্টা করা।
৫. মাদ্রাসার তালাবা ও ফারেগীনদের পেছনে মেহনত
বর্তমানে অধিকাংশ মাদ্রাসায় খেয়ার চলছে এবং সালানা ইমতেহান আসন্ন। বছরের শুরু থেকেই ত্রিমাসিক মাশওয়ারা ও বিভিন্ন মওকায় মাদ্রাসার তালাবা, আসাতেজায়ে কেরাম এবং দাওরা ফারেগীন হাযরাতদের পেছনে মেহনতের তাকাজা তাগিদের সঙ্গে পেশ করা হয়েছে।
কাকরাইল থেকে জামাত আসার অপেক্ষা না করে নিজ নিজ জেলার মাদ্রাসাগুলো থেকে নগদ জামাত বের করার জন্য খাস চেষ্টা করা অত্যন্ত জরুরি।
৬. বাহির মূলকের জামাত প্রস্তুত
টঙ্গী জোড় (২, ৩, ৪ জানুয়ারি ২০২৬) ও পুরানোদের পাঁচ দিনের জোড় থেকে বাহির মূলকের জন্য
- পাঁচ মাসের পুরুষের জামাত
- দুই মাসের মাস্তুরাতসহ জামাত
যেগুলো তৈরি হয়েছে, সেগুলো নির্ধারিত সময় অনুযায়ী উসুল করে কাকরাইল পাঠানোর চেষ্টা করতে হবে।
৭. চিল্লার জামাতের ওয়াপেসী
বড়দের ফায়সালা অনুযায়ী, নিজ নিজ জেলার মারকাজ থেকে যেসব জামাত চিল্লার জন্য আল্লাহর রাস্তায় মেহনত করছে, তাদের ওয়াপেসী হবে টঙ্গী টিন শেড মসজিদে, ইন শা আল্লাহ।
৮. ছাত্র ও শিক্ষকদের পেছনে মেহনত
অন্যান্য বছরের ন্যায় এ বছরও রমজানের ছুটির মওকায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের পেছনে মেহনত করে তাদের আল্লাহর রাস্তায় বের করার চেষ্টা করলে খুবই ভালো হবে।
৯. রমজানের খুরুজের গুরুত্বপূর্ণ নির্দেশনা
আগামী রমজানের খুরুজ হবে
শুরু: ১০ ই শাবান / ৩০ জানুয়ারি ২০২৬ ইং
শেষ: ২ রা রমজান / ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং
খুরুজের মজমা হবে টঙ্গী টিন শেড ও কাকরাইল মসজিদে।
(ক) ১২টি জেলার খুরুজের মজমা (কাকরাইল)
- বরিশাল, ভোলা, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট।
(খ) বাকি ৫১ জেলার খুরুজের মজমা (টঙ্গী টিন শেড)
- চট্টগ্রাম, কক্সবাজার, বি বাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, ময়মণসিংহ, জামালপুর ও নেত্রকোণা।
(গ) ঢাকা শহরের খুরুজের মজমা
- কাকরাইল ও কেরাণীগঞ্জ শবগুজারী পয়েন্ট → কাকরাইল
- সাভার, মিরপুর, মোহাম্মাদপুর, যাত্রাবাড়ী, ডেমরা, দোহার, নবাবগঞ্জ ও ধামরাই → টঙ্গী টিন শেড
🔔 আগামী ত্রিমাসিক মাশওয়ারা
তারিখ: ২৭ ও ২৮ মার্চ ২০২৬ ইং
বার: শুক্রবার ও শনিবার
স্থান: টঙ্গী টিন শেড
ইন শা আল্লাহ।